প্রতিষ্টান পরিচিতি
ইক্বরা মডেল স্কুল প্রতিষ্ঠান পরিচিতি
নামঃ ইক্বরা মডেল স্কুল, বাঙ্গড্ডা
অবস্থান : বাঙ্গড্ডা বাজার , নাঙ্গলকোট , কুমিল্লা
লক্ষ্য-উদ্দেশ্য: আদর্শ, চরিত্রবান মানুষ তৈরি ও মেধার বিকাশ সাধনের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করে দেশ প্রেমে উদ্বুদ্ধ করা।
বৈশিষ্ট্য:
- মনোরম পরিবেশে নিজস্ব ক্যাম্পাস।
- দক্ষ ও মেধাবী শিক্ষক কর্তৃক পাঠদান।
- নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা।
- কোর্স প্লান, সিলৈবাস ও সাজেশন প্রদান।
- নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মূল্যায়ন।
- ফলাফলের ভিত্তিতে ছাত্র/ছাত্রীদের বিষয়ভিত্তিক দূর্বলতা দূরীকরণের লক্ষ্যে ছাত্র/শিক্ষক/অভিভাবকের সমন্বিত উদ্যোগ গ্রহণ।
- ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের সহায়ক হিসেবে মূল্যায়ন সভা, সেমিনার, বিতর্ক রচনা প্রতিযোগিতার ব্যবস্তা
- সকল পরীক্ষায় মেধাভিত্তিক পুরুষ্কার প্রদান।
- জেে.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের জন্য 500 টাকা করে প্রতি মাসে এক বছরের শিক্ষা বৃত্তি প্রদান।পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর জন্য 1 জন করে গা্ ড শিক্ষক নিয়োগ।
- শিশুদের জন্য আধুনিক সকল খেলনা ও শিশুতোষ শ্রেণি কক্ষ।
শিক্ষক-কর্মচারী: 27
ছাত্র সংখ্যা: 450
একাডেমিক ভবন: 17টি
গ্রন্থাগার : 1টি
ছাত্রাবাস ভবন: 4টি
বর্তমান সভাপতি: MD: RAFIQUL ISLAM